প্রকাশিত: Wed, Dec 20, 2023 7:04 PM
আপডেট: Tue, Jul 1, 2025 8:35 PM

[১] সাবেক রাষ্ট্রপতির দোয়া নিলেন বিএনপির বহিষ্কৃত নেতা মেজর আখতারুজ্জামান

 

ফারুকুজ্জামান, কিশোরগঞ্জ: [] দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ- আসনের স্বতন্ত্রপ্রার্থী বিএনপির বহিষ্কৃত নেতা সাবেক সংসদ সদস্য মেজর (অব.) আখতারুজ্জামান রঞ্জন। তিনি দোয়া নিতে গিয়েছিলাম বর্ষিয়ান জননেতা কিশোরগঞ্জের সকল দলের অভিভাবক সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ সাহেবের নিকুঞ্জ বাসভবনে। তিনি আমার মাথায় হাত রেখে মনে খুলে দোয়া করলেন। সেই সঙ্গে তিনি কথা দিলেন আমাকে সর্বাঙ্গিন সহযোগিতা করবেন। সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ সাহেব জোর দিয়ে বললেন নির্বাচন সুষ্টু অবাধ নিরপেক্ষ হবে।

[] পুলিশ প্রশাসন যেন আমাকে সর্বাত্বক সহযোগিতা করে, যাতে কোন প্রার্থী এমন কি আওয়ামী লীগের প্রার্থীও যেন জোর করে ভোট নিতে না পারে বা কেন্দ্রে কোন শক্তি দেখিয়ে ভোটে সীল মারতে না পারে

নির্বাচন সম্পুর্ণ ,সুষ্ঠু অবাধ নিরপেক্ষ হবে যাতে জনগণ নির্ভয়ে তার ভোট তার পছন্দের প্রার্থীকে দিতে পারেন। তা তিনি নিশ্চিত করবেন বলে আমার মাথায় হাত বুলান। এভাবেই তার নিজ ফেইসবুক আইডিতে স্ট্যাটাস দিয়েছেন।

[] তিনি আরও বলেন, আমার সঙ্গে এই সময় উর্ধতন পুলিশ কর্মকর্তাগনও উপস্থিত ছিলেন।

[] কিশোরগঞ্জ- আসন (কটিয়াদী - পাকুন্দিয়া) আসনে নির্বাচনে অবাধ সুষ্ঠু  নিরপেক্ষ হবে এই ব্যাপারে আমি আশাবাদী